মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা বাগানবাড়ির নাম ঘিরে রয়েছে কোন রহস্য?
বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। এখানেই মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা প্যালেস। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য ও ভাস্কর্য মুগ্ধ করার মত। নবাবী শাসনে কাঠগোলা বাগানের বিশাল ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। এখানেই মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা প্যালেস। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য ও ভাস্কর্য মুগ্ধ করার মত। নবাবী শাসনে কাঠগোলা বাগানের বিশাল ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে কাঠগোলাপের বাগান ছিল, পরবর্তীতে কাঠগোলা বাগান নামে খ্যাত। এই বাড়ি তৈরি করেছিলেন মাড়োয়ারি ব্যবসায়ী লক্ষ্মীপৎ সিং দুগর। এখানকার জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম দ্রষ্টব্য। এই বাড়িতে প্রবেশের মুখে একটি নহবত গেট আছে। এখানে পরেশনাথের একটি মন্দির তৈরি করা হচ্ছে। এক সময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হত। এখানে ইংরেজদের যাতায়াত ছিল। ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের সময় কাঠগোলা বাগান নবাব সিরাজ উদ দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বাগানের ভিতর একটি সুড়ঙ্গপথ আছে, যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। ওই গোপন সুড়ঙ্গপথ দিয়ে জগৎ শেঠদের বাড়িতে যাওয়া যেত বলে শোনা যায়। বর্তমানে একাধিক সিনেমা ও ধারাবাহিকের জন্য এই বাড়ি ব্যবহার করা হয়। এখানে প্রাসাদ, সুড়ঙ্গপথ, সংগ্রহশালা, বাঁধানো পুকুর, মন্দির দেখতে ভিড় হয়।