- Home
- West Bengal
- West Bengal News
- থাকছে না আয়ের ঊর্ধ্বসীমা, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই সরাসরি বার্ধক্য ভাতা
থাকছে না আয়ের ঊর্ধ্বসীমা, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই সরাসরি বার্ধক্য ভাতা
পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার।

লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা একসঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার
যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার।
যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হবেন, তাঁদের আয়ের ঊর্ধ্বসীমা থাকবে না
নবান্ন সূত্রে খবর, এখন যে মহিলাদের বয়স বার্ধক্য ভাতা পাওয়ার মতো হয়নি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাঁরা যখন বার্ধক্য ভাতা পাওয়ার বয়সে পৌঁছে যাবেন, তখন তাঁদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা থাকবে না। ফলে কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন।
৬০ বছর বয়স হলে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার সুবিধা পেয়ে যাবেন রাজ্যের মহিলারা
নবান্ন সূত্রে খবর, যে মহিলারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের ৬০ বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে ১,০০০ টাকা করে পেয়ে যাবেন।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা পেতে হলে আলাদা করে আবেদন করতে হয় না
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, কোনও মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বার্ধক্য ভাতা পেতে চান, তাহলে আলাদা করে আবেদন করতে হয় না। ৬০ বছর বয়স হলেই বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছেন মহিলারা।
বর্তমানে রাজ্য সরকারের বার্ধক্য ভাতা পেতে হলে মাসিক আয় ১,০০০ টাকার কম থাকতে হয়
পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে ৬০ বছরের বেশি বয়সের মহিলাদের বার্ধক্য ভাতা দেওয়া হয়। তবে যে মহিলাদের আয় প্রতি মাসে ১,০০০ টাকার কম, তাঁরাই বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য।
রাজ্য সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতা সংক্রান্ত নতুন নিয়ম জারি করা হবে
যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার আওতায় চলে যাবেন, তাঁদের আলাদা করে কিছুই করতে হবে না। সরাসরি বার্ধক্য ভাতা পাওয়া শুরু করবেন তাঁরা। রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পেলেই বার্ধক্য ভাতা সংক্রান্ত নতুন নিয়ম চালু হয়ে যাবে
বার্ধক্য ভাতা সংক্রান্ত নতুন নিয়ম রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া সময়ের অপেক্ষা। তারপরেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পেয়ে যাবেন মহিলারা। এক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা থাকবে না।
বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি জয় জোহার, তফশিলি বন্ধু প্রকল্পও চালু আছে
পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর বার্ধক্য ভাতা, জয় জোহার, তফশিলি বন্ধু প্রকল্পের ব্যবস্থা করে।
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তফশিলিদের বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা নেই
পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের নিয়ম অনুযায়ী, তফশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা নেই।
রাজ্য সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতা পাওয়ার বয়সি সবাইকেই সমান সুবিধা দেওয়া হচ্ছে
রাজ্য সরকার এবার তফশিলিদের পাশাপাশি সব সম্প্রদায়ের মহিলার জন্যই বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে।