- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বড়দিনে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? তুষারপাত হবে দার্জিলিং-এ
Weather News: বড়দিনে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? তুষারপাত হবে দার্জিলিং-এ
- FB
- TW
- Linkdin
শীত উধাও
ডিসেম্বর মাসের শেষে শীত উধাও। মাঝ ডিসেম্বর থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কিন্তু বছর শেষে শীত গায়েব দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে।
বড়দিনের আবহাওয়া কেমন
আলোচনা শুরু হয়েছে কেমন থাকবে বড়দিনের আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস তারই পূর্বাভাস দিয়েছে।
বড়দিনেই বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার থেকেই রাজ্যের তিন জেলায় বৃষ্টি শুরু হতে পারে।
বৃষ্টি হবে
মঙ্গলবার থেকে উপকূলবর্তী তিন জেলা- ক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
দার্জিলিংএ তুষারপাত
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংএ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কুয়াশা ঢাকা জেলা
মঙ্গলবার থেকে বড়দিনের পর্যন্ত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিমবধমান, বীরভূম, মুর্শিদাবাদ থাকবে কুয়াশায় ঢাকা। বেলার দিকে পরিষ্কার হবে আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
বড়দিনে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তুষারপাতও হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
গরমেই নতুন বছর
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আজ কলকাতর তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৭ ডিগ্রি। চলতি সপ্তাহে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস।
দার্জিলিং-এর তাপমাত্রা
দার্জিলিং-এর তাপমাত্রা এদিন ছিল ৪.৪ ডিগ্রি। কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের কয়েকটি এলাকার তাপমাত্রা রাতের দিকে প্রায় ১০ ডিগ্রির নিচে নামছে।