স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে ৪ লক্ষ টাকা আত্মসাৎ, টাকা নিয়েই বেপাত্তা অভিযুক্ত!
স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে ৪ লক্ষ টাকা আত্মসাৎ! টাকা নিয়েই বেপাত্তা অভিযুক্ত। পুলিশে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার যুবক শেখর হেলা এখন বিপাকে!
স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে ৪ লক্ষ টাকা আত্মসাৎ! টাকা নিয়েই বেপাত্তা অভিযুক্ত। পুলিশে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার যুবক শেখর হেলা এখন বিপাকে! সুখেন মাঝি নামে এক ব্যাক্তিকে চাকরির জন্য টাকা দিয়েছিলেন। ৪ লক্ষ টাকা নিয়ে সুখেন মাঝি পলাতক। অভিযোগ করেও বেলঘরিয়া থানা কোন সাহায্য করেনি, অভিযোগ শেখর হেলা-র। টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন শেখর হেলা।