সংক্ষিপ্ত
পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-এর চার্জশিটে নাম ছিল শমীক চৌধুরীর। চার্জশিটের ২১ পাতায় শমীকের নাম উল্লেখ করা ছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেল সিবিআই আর ইডি। কারণে পুরনিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান সাক্ষীর আচমকাই মৃত্যু হল। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অনয় শীলের অন্যতম ঘনিষ্ট প্রোমোটার শমীক চৌধুরীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, নিজের সল্টলেকের বড়িতেই মারা গিয়েছেন শমীক। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শমীক অয়ন শীলের ব্যবসারও অংশীদার ছিলেন।
পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-এর চার্জশিটে নাম ছিল শমীক চৌধুরীর। চার্জশিটের ২১ পাতায় শমীকের নাম উল্লেখ করা ছিল। সিবিআই সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের এজেন্ট হিসেবে কয়েকজন চাকরি পেয়েছিল। অয়নের বন্ধু ও এজেন্ট ছিলেন শমীক। তারা ১০-১২জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছিলেন। শমীক মিডলম্যা হিসেবে কাজ করছেন অয়নের সঙ্গে।
গত বছর ২০ মার্চ ইডি গ্রেফতার করেছি তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট অয়ন শীলকে সেই সময় নাম পেয়েছিল শমীকের। কিন্তু শমীক সেই সময় এলাকা ছাড়েন। পরবর্তীকালে ফিরে আসেন। সাক্ষী হওয়ার কথাও বলেন। কিন্তু আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শমীকের। সেই কারণে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত বড় রকম ধাক্কা খেল বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে অনয় শীল বর্তমানে জেলে রয়েছে। তাঁর সঙ্গে যোগ রয়েছে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেরও। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেই প্রথম তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রচুর প্রচুর টাকার বিনিয়ম নিয়োগ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি চালানোর ক্ষেত্রে একটি সিন্টিকেটের মত চক্রও তৈরি হয়েছিল। তাতেই অয়ন সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।