Bangladeshi Arrested: আজব কাণ্ড! ব্যক্তি এক কিন্তু পরিচয় দুই। মালদা থেকে গ্রেফতার সন্দেহভাজন।
একই ব্যক্তি কিন্তু পরিচয় আলাদা আলাদা। কখনও তিনি ভারতীয়, আবার কখনও তিনি হয়ে যান বাংলাদেশের নাগরিক। ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টায় অভিযুক্ত এক ব্যক্তিকে এবার পাকড়াও করল নিরাপত্তাবাহিনী। আর তাঁকে জেরা করেই এমনই তথ্য পেলেন তদন্তকারীরা। শনিবার, ধৃতকে মালদা জেলা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে কী জানা যাচ্ছে?
ধৃত ব্যক্তি আদতে একজন বাংলাদেশি নাগরিক। তাঁর বয়স ৩১ বছর। মজার বিষয় হচ্ছে, কখনও তিনি থাকতেন মুর্শিদাবাদের কালুখালি এলাকায়। আবার কখনও থাকতেন বাংলাদেশের রাজশাহীতে। পশ্চিমবঙ্গে যখন আসেন, তখন নিজেকে সেলিম শেখ বলে পরিচয় দেন। আবার বাংলাদেশে যখন যান, তখন তিনিই আবার হয়ে যান মহম্মদ দিলওয়ার। সম্প্রতি মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি ওই যুবককে আটক করেছে। নির্দিষ্ট অভিযোগ জানিয়ে তাঁকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সেলিম শেখ নাম ব্যবহার করে ওই যুবক আগেও ভারতে ঢুকেছেন এবং বহাল তবিয়তেই থেকেছেন। এবার ইমিগ্রেশনের সময়, তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায় এবং পরে সেটিকে বাজেয়াপ্তও করা হয়েছে।
ঘটনাচক্রে দূতাবাস থেকে ঐ ব্যক্তির পরিচয় যাচাই করতে গিয়ে প্রকাশ্যে আসে তাঁর আসল পরিচয়টি। তারপরেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে ঐ যুবককে পুলিশের হাতে তুলে দেয় মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং ভিসা সহ কিছু ভারতীয় টাকা।
সেইসঙ্গে, উদ্ধার করা হয়েছে একটি বাংলাদেশি পরিচয়পত্রও। তবে কোন পরিচয়পত্রটি আসল, আর কোনটি নকল! তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারী অফিসাররা। আপাতত সেই অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে মালদা জেলা আদালত। বিচারক তাঁকে ৬ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


