'বিরোধীদের কোমরে দড়ি বেঁধে রাখতে হবে', তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি
বিরোধীদের নিশানা করে কোমরে দড়ি বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একযোগে আক্রমণ করেন তিনি , পাল্টা কটাক্ষ বিরোধীদের ।
বিরোধীদের কোমরে দড়ি বেঁধে রাখার নিদান দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদার বৈষ্ণব নগরের সভা থেকে হুংকার রহিম বক্সির। তিনি বলেন, এই সিপিএম যারা সমাজের বিষ। কংগ্রেস সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করেন তিনি। তারপরই আক্রমণ করে বলেন, ' বিজেপি মানুষকে বিভাজন করতে চায়। তারা সমাজের শত্রু।' এদেরকে চিহ্নিত করতে বলেন। তারপরই তিনি বলেন, 'এরা গ্রামে আসলে বিভ্রান্ত করলে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন। এদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা মানুষের জন্য কি করেছ।' কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে এদেরকে জিজ্ঞাসা করতে হবে 'তোমার সরকার ৩৪ বছরে কি করেছে। তোমার সরকার ৬৫ বছরে কি করেছে। তোমার সরকার ৮ বছর ধরে কেন্দ্রে থেকে'।
মালদা জেলা তৃণমূল সভাপতির এই বক্তব্যে ক্ষুব্ধ বিরোধীরা একযোগে আক্রমণ করেছেন তৃণমূল জেলার সভাপতিকে।