সামশেরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ৫ প্রার্থী, আনন্দ উল্লাসে আবির খেলায় মাতল শাসকদল
সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রার্থীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় এদিন আনন্দ উল্লাসে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল প্রার্থীরা।
সামশেরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রার্থী। এই পাঁচ প্রার্থীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি। তৃণমূল কংগ্রেসের পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় এদিন আনন্দ উল্লাসে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল প্রার্থীরা। যদিও বিরোধীদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের কারণে মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা। মহব্বতপুর গ্রামের ১১৮ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সাবিনা খাতুন, দোগাছীর ১৭৮ নম্বর বুথের পুঠিমারী গ্রামের আলাউদ্দিন শেখ, ১৭১ নম্বর বুথের শাহাবুদ্দিন শেখ ওরফে টুটুল, প্রতাপগঞ্জের ৯৯ নম্বর বুথের তাজকেরা বিবি এবং নিমতিতা গ্রাম ২১৮ নম্বর বুথের আলিয়ারা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ।