Panchayat Election Results 2023: ব্যালটে কালি ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ, আটক তৃণমূল প্রার্থী
ব্যালট নষ্ট করে দেওয়ার অভিযোগে আটক তৃণমূল প্রার্থী । কোচবিহারের ১ নম্বর ব্লকের দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গণনা চলাকালীন আটক তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভর ।
ব্যালট নষ্ট করে দেওয়ার অভিযোগে আটক তৃণমূল প্রার্থী । কোচবিহারের ১ নম্বর ব্লকের দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গণনা চলাকালীন আটক তৃণমূল প্রার্থী রিঙ্কু রাজভর । অভিযোগ, বিজেপি প্রার্থী তাঁর থেকে ১০০ ভোটে এগিয়ে ছিলেন তখন তিনি পরিস্থিতি অশান্ত করে তোলেন । এই নিয়ে রিঙ্কু রাজভরের সঙ্গে পুলিশ এবং গণনাকারীদের বচসা বাধে। আচমকাই রিঙ্কু কালির দোয়াত নিয়ে ব্যালটের মধ্যে ফেলে দেন। এরপরই রিঙ্কুকে আটক করে পুলিশ এবং তাঁকে গণনাকেন্দ্র থেকে বাইরে নিয়ে আসা হয়।
Read more Articles on