রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা

বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর তারামা মোড় এলাকায়।

/ Updated: Dec 21 2024, 03:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর তারামা মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে শনিবার সকালে কৃষ্ণনগর থেকে বাবলারিগামী একটি যাত্রী বোঝাই বাস ১২ নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তা ঢুকে পড়ে। ঠিক তখনই কলকাতা থেকে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাসে। এর জেরে একাধিক যাত্রী গুরুতর আহত হন। আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার পর বাসের চালক এবং ডাম্পারের চালক পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।