ভাটপাড়া পৌরসভার রাজবাড়ি মাঠ ঘেরাও কে কেন্দ্র করে বচসা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আঁতপুর প্রতাপ নগর এলাকায় রাজবাড়ি মাঠ ঘেরাও কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ । ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ।
মাঠ ঘেরাও কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ | ঘটনাটি ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড আঁতপুর প্রতাপ নগর এলাকার | ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী | স্থানীয়দের অভিযোগ মাঠ ঘিরে দিলে গাড়ি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে | কাউন্সিলর জানান রাজবাড়ী মাঠে অসামাজিক কাজকর্ম চলে , সেই সব থেকে মাঠকে রক্ষা করতে মাঠ ঘেরার উদ্যোগী হয়েছে ভাটপাড়া পৌরসভা |