প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগে চলছে 'পিকনিক', পরিসেবা না পেয়ে ফিরছেন রোগীরা

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগে চলছে 'পিকনিক'। চিকিৎসা পরিসেবা বন্ধ করেই চলছে 'পিকনিক'। এমনটাই অভিযোগ চিকিৎসা করতে আসা রোগীদের। মাংস, চাটনি, ভাত রান্না হচ্ছে চক্ষু বিভাগের ঘরেই। বীরভূমের বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা।

/ Updated: Nov 18 2022, 05:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগে চলছে 'পিকনিক'। চিকিৎসা পরিসেবা বন্ধ করেই চলছে 'পিকনিক'। এমনটাই অভিযোগ চিকিৎসা করতে আসা রোগীদের। মাংস, চাটনি, ভাত রান্না হচ্ছে চক্ষু বিভাগের ঘরেই। বীরভূমের বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। শুক্রবার ওই স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগে চলছিল রান্নার তোড়জোড়। একদিকে যখন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগে চলছে রান্নাবান্নার কাজ সেই সময় দূর-দূরান্ত থেকে আগত রোগীরা চিকিৎসা করাতে না পেরে ফিরে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই তাদের হয়রানির শিকার হতে হচ্ছে।