'রামকৃষ্ণ মিশন-ইস্কন-সন্তদের অপমানের জবাব পাবেন মমতা' হুংকার মোদীর

পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যাযকে নিশানা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না।

Share this Video

পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যাযকে নিশানা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সন্ত, সাধুদের অপমান করতে না পারে।

Related Video