৬ কিলোমিটার আগেই বিজেপি প্রতিনিধি দলকে আটকালো পুলিশ, থমথমে সন্দেশখালি

'পার্টি অফিসে না গেলে স্বামীদের ধরে মারত। ভোট আমরা কোনদিনও দিতে পারিনি। কারন, আমাদের ভোট ওরাই দিয়ে দেয়।' জানালেন সন্দেশখালির এক মহিলা গ্রামবাসী

/ Updated: Feb 10 2024, 05:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'পার্টি অফিসে না গেলে স্বামীদের ধরে মারত। ভোট আমরা কোনদিনও দিতে পারিনি। কারন, আমাদের ভোট ওরাই দিয়ে দেয়।' জানালেন সন্দেশখালির এক মহিলা গ্রামবাসী। সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দলকে আটকালো পুলিশ। অশান্তি রুখতে সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা। সন্দেশখালির সর্বত্র পুলিশের টহলদারি। গত বুধবার রাত থেকে অশান্ত সন্দেশখালি।