নতুন ড্রেন হলে শিলিগুড়ির শীতলাপাড়া জলমগ্ন হওয়ার আশঙ্কায় বিক্ষোভ, ঘটনাস্থলে মেয়র গৌতম দেব

শিলিগুড়ির শক্তিগড়, অশোকনগর এলাকায় বৃষ্টিতে আর জল জমবে না |  কিন্তু শুক্রবার শীতলাপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে জলমগ্ন হওয়ার আশঙ্কায়, বিক্ষোভের কথা শুনে এলাকায় হাজির হন মেয়র গৌতম দেব । 

/ Updated: Dec 09 2022, 11:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শিলিগুড়ির শক্তিগড়, অশোকনগর এলাকায় বৃষ্টিতে আর জল জমবে না | প্রায় ১০ কোটি টাকা খরচে নতুন ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু হয়েছে | এবার সেই কাজ করতে গিয়েই বাঁধার মুখে পড়তে হল শিলিগুড়ি পুরনিগমকে | শুক্রবার শীতলাপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে | তাঁদের দাবি, সেখান দিয়ে শক্তিগড় এলাকার জল গেলে জলমগ্ন হয়ে পড়বে এলাকা | বাসিন্দাদের বিক্ষোভের কথা শুনে এলাকায় হাজির হন মেয়র গৌতম দেব | তিনি জানান, এলাকার মানুষের মধ্যে একটু বিভ্রান্তি রয়েছে , শীতলাপাড়ায় ড্রেনটি দিয়ে জল নদীতে যাবে |