অবৈধভাবে বালি পাচারে অভিনব কৌশল! সরকারী ওয়েব পেজকে নকল করেই চলছিল প্রতারণা
অবৈধভাবে বালি পাচারে অভিনব কৌশল! জাল চালান তৈরি করে বালি চুরির অভিযোগ। প্রতারণা চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। সরকারী ওয়েব পেজকে নকল করে প্রতারণা চলছিল। জাল চালান দেখিয়ে বালি পাচার করা হত।
অবৈধভাবে বালি পাচারে অভিনব কৌশল! জাল চালান তৈরি করে বালি চুরির অভিযোগ। প্রতারণা চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। সরকারী ওয়েব পেজকে নকল করে প্রতারণা চলছিল। জাল চালান দেখিয়ে বালি পাচার করা হত। পুলিশ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের খেজুরহাটি থেকে লায়েক আজহারউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে৷ পুলিশি জেরায় উঠে আসে আরও তিনজনের নাম৷ তাদেরকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মীর আবু সিদ্দিক, শেখ মনোজ, মণিরুল হোসেন৷ তাদের কাছ থেকে চারটে মোবাইল সহ প্রচুর ভুয়ো চালান বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।