- Home
- West Bengal
- West Bengal News
- ৬টি পা নিয়ে জন্মাল আস্ত বাছুর, ‘ভগবানের কৃপা, ৫-১০ লক্ষ দিলেও বিক্রি করব না’ সাফ জবাব গরুর মালিকের

৬টি পা নিয়ে জন্মাল আস্ত বাছুর, ‘ভগবানের কৃপা, ৫-১০ লক্ষ দিলেও বিক্রি করব না’ সাফ জবাব গরুর মালিকের
৬টি পা নিয়ে জন্মাল আস্ত বাছুর, ‘ভগবানের কৃপা, ৫-১০ লক্ষ দিলেও বিক্রি করব না’, সাফ জবাব গরুর মালিকের। ছ’টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম দিল একটি গরু। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার শেরপুর গ্রামের ঘটনা।
৬টি পা নিয়ে জন্মাল আস্ত বাছুর, ‘ভগবানের কৃপা, ৫-১০ লক্ষ দিলেও বিক্রি করব না’, সাফ জবাব গরুর মালিকের। ছ’টি পা বিশিষ্ট এক বাছুরের জন্ম দিল একটি গরু। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার শেরপুর গ্রামের ঘটনা। কীভাবে এমন একটি বাছুরের জন্ম হল বুঝে উঠতে পারছেন না মনোজ সিংয়ের পরিবার। তাঁরা মনে করছেন ভগবানের আশীর্বাদেই এমন বাছুরের জন্ম হয়েছে। ৬ পায়ের বাছুর দেখতে রীতিমত ভিড় জমছে বাড়িতে।