Rath Yatra 2023 : রাত পোহালেই রথযাত্রা উৎসব, ভিড়ে রাশ টানতে মহিষাদলে 'গাইড ম্যাপ' পুলিশের

পুরী, মাহেশের পর মহিষাদলের প্রাচীন রথের নাম রয়েছে | লক্ষাধিক ভক্তদের উপস্থিতিতে সমারোহে পালিত হবে রথযাত্রা | ভিড় এড়াতে পুলিশের উদ্যোগে তৈরি করা হল 'গাইড ম্যাপ' ।

/ Updated: Jun 20 2023, 12:28 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মহিষাদল রাজ পরিবারের বর্তমান সদস্য রাজবাড়ী থেকে পালকিতে চড়ে আসেন । পালকি থেকে নামার আগেই ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা হয় রাজা মশাইয়ের আগমন বার্তা। তিনিই রীতি-নীতি মেনে পালন করেন সূচনার মাঙ্গলিক অনুষ্ঠান।  রথের রশিতে হাত ছোঁয়াতে পুণ্যার্থীরা জড়ো হন মহিষাদলে। মহিষাদল শহীদ বেদী থেকে দেড় কিলোমিটার রাস্তা পের হয়ে গুন্ডিচাবাটি পৌঁছায় রথ। রথযাত্রার উপলক্ষ্যে বসে বিশাল মেলা। এই মেলায় সব থেকে বেশি বিক্রি হয় কাঁঠাল। সার দিয়ে বসে কাঁঠাল, বেতের সামগ্রী, জিলিপি, পাঁপড় , তেলেভাজার দোকান। মহিষাদলের প্রাচীন রথয়াত্রায় ভিড় এড়াতে মহিষাদল থানার উদ্যোগে 'গাইড ম্যাপ' তৈরি করা হয়েছে।  পাশাপাশি এলাকা জুড়ে সিসিটিভি লাগানো থাকছে, ড্রোন এর সাহায্যে চলবে নজরদারি, পুলিশ হেল্প ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে ।  

Read more Articles on