সংক্ষিপ্ত

দিল্লির ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় কয়েক বার ওই নামেই আন্দোলনও হয়েছিল। এখন আরজি কর হাসপাতালের ঘটনার আবারও সেই রাতের রাস্তা দখলের আহ্বান জানানো হয়েছে।

 

‘রিক্লেম দ্য নাইট’যার অর্থ রাত দখলে নাও-১৯৭৫ সালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে মাইক্রো বায়োলজিস্টকে খুনের ঘটনায় ওই আন্দোলন প্রথম শুরু হয়েছিল। তার পরে নানা ঘটনায় দুনিয়ার ভোর এই আন্দোলনে পথে নেমেছেন বহু মানুষ। দিল্লির ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় কয়েক বার ওই নামেই আন্দোলনও হয়েছিল। এখন আরজি কর হাসপাতালের ঘটনার আবারও সেই রাতের রাস্তা দখলের আহ্বান জানানো হয়েছে।

এই আন্দোলনের বিরুদ্ধেও তৃণমূল দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল যেমন লিখেছেন, ‘'যে মহিলা রাত ৩টে ৫০-এর গেদে লোকাল বা ৩টে ২০-র প্রথম শান্তিপুর লোকাল ধরে বাজারে সব্জি বিক্রি করতে আসে এই কলকাতা শহরে, সে রোজ মধ্যরাতে এই শহরের রাস্তাটাকে দখল নেয়। যে মহিলারা সেক্টর ফাইভ থেকে রাত ২টোয় বাড়ি ফেরে, সে রোজ মধ্যরাতে এই রাস্তার দখল নেয়। সরকারকে বদনাম করতে গিয়ে এই শহরটাকে বদনাম করছেন। আমাদের সবার বাড়িতে মা, বোন, স্ত্রী আছে। একটা নারকীয় ঘটনার জন্য প্রতিবাদ করুন। সোচ্চার হোন। নিরপেক্ষ তদন্তের দাবি তুলুন। কিন্তু শহরটাকে ছোট করবেন না।’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, ‘ RGKar. প্রতিবাদী আমরাও। সবাই। কিন্তু কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাটের বিলকিস কান্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির সমর্থকরাই ধোয়া তুলসীপাতা সেজে রাতের নাটক করছেন। তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশাড়ু। মনে রাখুন, রাত মহিলাদের দখলেই থাকে বাংলায়। অসংখ্য মা, বোন বিভিন্ন পেশায় রাতভর কাজ করেন। অনেকে ভোররাত, মাঝরাতে কত দূর থেকে যাতায়াত করেন। বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে সার্বিকভাবে বাংলাকে ছোট যারা করছে, তারা অরাজনীতির মোড়কে রাজনীতি করছে। ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয় চলছে। এদের মুখোশ নয়, মুখ দেখে বিচার করুন।’ একই সঙ্গে কুণাল সিপিএম জমানার বাংলার বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবং সাম্প্রতিক সময়ে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যা ঘটছে, সে কথাও উল্লেখ করেছেন।

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সমাজমাধ্যমে ওই আন্দোলনের আহ্বান জানানো হয়। কলকাতার মাত্র তিন জায়গায় এই আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েক ঘন্টায় তা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন কোনও দলের নয়। এই আন্দোলন মেয়েদের স্বাধীনতার জন্য।

'রাত দখল'

১৪ তারিখ রাত এগারোটায় এখনো অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে -

কলেজ স্ট্রিট

একাডেমী অফ ফাইন আর্টস

যাদবপুর এইট বি

সিঁথির মোড়

ডানলপ (খালসা মডেল স্কুল যাবার গলি মোড়)

মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়

শিলিগুড়ি দার্জিলিং মোড়

উত্তরপাড়া কলেজ মোড়

উত্তরপাড়া সখের বাজার

মধ্যমগ্রাম চৌমাথা মোড়

বেহালা সখের বাজার

নীলদর্পণ, বনগাঁ

গাঁড়াপোতা বাজার, বনগাঁ

রায়গঞ্জ, ঘড়িমোড়

ব্যারাকপুর স্টেশন

দুর্গাপুর

উত্তরপাড়া মহামায়া মাতৃ সদন

লিলুয়া তেলকলের মোড়

আরামবাগ বাসুদেবপুর মোড়

চৌরঙ্গী মোড় অশোকনগর (রাত ৯ টা)

হাবড়া ১ নং রেলগেট

গোবরডাঙ্গা পিকোলা মোড়

বারাসত স্টেশন ১ নং প্ল্যাটফর্ম

বারাসাত ডাক বাংলো মোড়

চুঁচুড়া পিলুলপাতি মোড়

আসানসোল ভগৎ সিং মূর্তির পাদদেশ

বহরমপুর স্কোয়্যার ফিল্ড

শান্তিপুর ডাকঘর

নৈহাটি পৌরসভা

শ্যামবাজার ৫ মাথার মোড়

নাগেরবাজার মোড়

দমদম স্টেশন চাতাল

বর্ধমান কার্জন গেট চত্বর

১ নং এয়ারপোর্ট

হাওড়া পাওয়ার হাউস মোড়

ডোমজুর,হাওড়া

শরৎ সদন, হাওড়া

হাওড়া ময়দান

সোদপুর বি.টি রোড ক্রসিং

সোদপুর ট্রাফিক মোড়

আড়িয়াদহ হাসপাতাল মোড়

চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দির (রাত ৮ টা)

জলপাইগুড়ি সদর হাসপতাল থেকে কদমতলা

আসানসোল ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশ

শ্যামনগর বটতলা ইয়ংস্টার ক্লাব

আরামবাগ সুধানীল সিনেমা হলের সামনে

নিউটাউন বিশ্ব বাংলা গেট

রানাঘাট GNPC road নেতাজী মূর্তি পাদদেশ(সন্ধ্যা ৭ টা)

ইছাপুর স্টোরবাজার

বালিখাল

রতন পল্লী, শান্তিনিকেতন

আরামবাগ

কৃষ্ণনগর, নদীয়া

রামপুরহাট পাঁচমাথার মোড়

বারুইপুর পদ্মপুকুর থেকে রবীন্দ্রভবন

বালি সাধারণ গ্রন্থাগারের সামনে

আন্দুল বাসস্ট্যান্ড

কোচবিহার সাগরদিঘী, জেলা লাইব্রেরির সামনে

কোচবিহার দাস ব্রাদার্স মোড়

বাগুইহাটি সাবওয়ে

মন্দিরতলা, হাওড়া

শ্রীরামপুর,রাজ্যধরপুর নেতাজী গার্লস হাইস্কুলের সামনে

সুধানীল সিনেমাতলা, আরামবাগ

কেষ্টপুর, দেশপ্রিয় স্কুল

শিবপুর বি.ই. কলেজ ১ নং গেট

উলুবেড়িয়া লকগেট নেতাজী স্টাচু

রামরাজাতলা বাস স্টপ

দুর্গাপুর চতুরঙ্গ মাঠ

হালিশহর চৌমাথা বাজার

রানাঘাট চৌরঙ্গী

শিয়াখালা

উষুমপুর বটতলা ত্রিকোন পার্কের সামনে

বাঁকুরা কৃষক বাজার

হলদিবাড়ি ট্রাফিক মোড়

ভট্টনগর গোলবাড়ি বাসস্ট্যান্ড, লিলুয়া

কলেজ স্কোয়ার, বিদ্যাসাগর মূর্তি থেকে ধর্মতলা(বিকাল ৪টে)

চাকদহ থানার মোড়

চন্দননগর ঘোড়াঘাট(জেটি)

চন্দননগর স্ট্যান্ড, জোড়া ঘাটের সামনে

বিরাটি বণীক মোড়

নিমতা হাইস্কুল

বিরাটি স্টেশন (রাত ১০ টা)

নিমতা কালচার মোড়

পুরুলিয়া স্টেশন

পুরুলিয়া চক বাজার

গান্ধী মোড় কাঁচড়াপাড়া

সিঙ্গুর স্কুল মোড়

নুঙ্গি মোড়, বাটামোড়

বারুইপুর, পদ্মপুকুর

ইছাপুর স্টোর বাজার

এডকোনগর স্পোর্টিং ক্লাব, আদিসপ্ত গ্রাম, হুগলি

পঞ্চুর চক, মেদিনীপুর

বহরমপুর টেস্টাইল কলেজের সামনে

খড়গপুর IIT

ময়নাগুড়ি

বুনিয়াদপুর বাসস্ট্যান্ড

ইসলামপুর বাস টার্মিনাস

নিউ ব্যারাকপুর মিনি বাস টার্মিনাস

ঋত্বিক সদন, কল্যাণী

ধানহাট মোড় বাদকুল্লা

সায়ন্তনি মোড়, মদনপুর, নদীয়া

অরুনাচল মোড়, খরদহ স্টেশন রোড

ক্যানিং

নবদ্বীপ

ব্যাঙ্গালোর - সিল্ক রোড জংশন

মুম্বাই ইনফিনিটি মল, আন্ধেরি ওয়েস্ট

তমলুক হাসপাতাল মোড়

দুর্গাপুর চন্ডীদাস খোলা মার্কেট

সিউড়ি, বীরভূম

চৌরঙ্গী মোড়, শ্যামনগর

বারুইপুর, পদ্মপুকুর

হরিনাভি মোড় (রাত ৯ টা)

লালবাগ, মূর্শিদাবাদ (সন্ধ্যা ৭ টা)