পঞ্চায়েত নির্বাচনে আগে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, কাঁথির এক নম্বর ব্লকে পঞ্চায়েত প্রধান-সহ ৮ জনের একজোটে পদত্যাগ
শুভেন্দুর গড়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত নির্বাচনে আগে কাঁথির এক নম্বর ব্লকে পঞ্চায়েত প্রধান-সহ ৮ পঞ্চায়েত সদস্যের পদত্যাগ দুর্নীতির অভিযোগে।
কাঁথি এক নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান ও অঞ্চল সভাপতি সহ মোট ৮ জন পদত্যাগ করল।পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে। দুলালপুর অঞ্চল সভাপতি মলয় সামন্ত, উপপ্রধান রামকৃষ্ণ গিরি, প্রধান সুপ্রভা নায়ক সহ আট জন পদত্যাগ জমা দিয়েছেন জেলা সভাপতির কাছে। এক তৃণমূল কংগ্রেস নেতা পদত্যাগ করে অভিযোগ করেছেন গোটা দলটাই বর্তমানে তোলাবাজ হয়ে গেছে। দলের ওপর তলা থেকে নিচুতলা সকলেই দুর্নীতিগ্রস্ত। যারা দুর্নীতি করতে চাইছে না তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন 'তৃণমূল কংগ্রেসের গ্রাম চলো অভিযোগ তোলা তোলার নতুন কর্মসূচি ছাড়া আর কিছুই নয়। গ্রামে গিয়ে গিয়ে নেতারা ব্যবস্থা করছেন।' এমনটাই অভিযোগ তাঁর।