ডেঙ্গি সংক্রমণ খানিকটা কমলেও চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস, আতঙ্কে জলপাইগুড়িবাসী

জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্তের গ্র্যাফ নামছে বলে দাবি স্বাস্থ্য দফতরের । কিন্তু চলতি বছরে ইতিমধ্যেই স্ক্রাবটাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের, আতঙ্কে দিন কাটাচ্ছে জলপাইগুড়িবাসী

 

/ Updated: Nov 13 2022, 01:48 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্তের গ্র্যাফ নামছে বলে দাবি স্বাস্থ্য দফতরের । এখনও পর্যন্ত জেলায় স্ক্রাবটাইফাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৫৭ জন, কিন্তু চলতি বছরে ইতিমধ্যেই স্ক্রাবটাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের | রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে শহরের এক মহিলার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় স্ক্রাবটাইফাস ধরা পড়েছে | বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্ক্রাবটাইফাস এক ধরণের ব্যাকটেরিয়া জনিত রোগ | চিগার বা একধরনের ক্ষুদ্র পোকার কামড়ে সংক্রামিত হয় এই রোগ | সাধারণত ওই পোকা কামড়ানোর পর চামড়ার উপর গাঢ় লাল কামড়ের চিহ্ন দেখা যায় | চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগের একমাত্র চিকিৎসা অ্যান্টিবায়োটিক ওষুধ ও ইঞ্জেকশন