WBJEE 2025 Update News: রবিবার আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এই পরীক্ষায় বসছেন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী। জানুন আরও…               

WBJEE 2025 Update News: রবিবার আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এই পরীক্ষায় বসছেন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী। ছুটির দিনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Local Train News)।

রেল সূত্রে খবর, ২৭ এপ্রিল রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)। সেই জন্য পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, শিয়ালদহ বিভাগ ২৭.০৪.২০২৫ (রবিবার) বিকেল 8 টে পর্যন্ত সপ্তাহের সাধারণ কার্যদিবসের নিয়ম অনুযায়ী ইএমইউ(EMU Train Service) লোকাল ট্রেন পরিষেবা চালাবে। তবে মাতৃভূমি লোকাল পরিষেবাগুলি এই অতিরিক্ত ট্রেন চলাচলের আওতাভুক্ত থাকবে না বলেও জানিয়েছে পূর্ব রেল। রবিবার এমনিতে ছুটির দিন হওয়ায় মিলবে না মাতৃভূমি পরিষেবা। তবে এদিন বিকেল ৪টে পর্যন্ত অন্যান্য দিনের মতই লোকাল ট্রেনের পরিষেবা পাবেন পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীরা।

সূত্রের খবর, রাজ্যের (West Bengal News) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মেসি এবং স্থাপত্য বিষয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEE Board)। এই পরীক্ষা হবে OMR শিট ভিত্তিক। এদিন মূলত দুদফায় হবে পরীক্ষা। প্রথম দফায় অঙ্ক, এবং দ্বিতীয় দফায় হবে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা।

অন্যদিকে, আবারও পিছিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন। নতুন দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ৩০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু সেই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। সেই কারণেই নতুন দিন ঘোষণা। মধ্য়শিক্ষা পর্ষদ জানিয়েছে ২ মে প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই দিনই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার প্রায় ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন।

জানা গিয়েছে, রাজ্যের ২ হাজার ৬৮৩টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। গত বছরের মতো এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষার আয়োজন করা হয়। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে কি না তা নিয়ে নির্দিষ্টভাবে পর্ষদের তরফেও কোনও প্রতিক্রিয়া মিলছিল না। অবশেষে জানা গেল দিন।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে