সংক্ষিপ্ত

শুক্রবার সকাল থেকে সর্বত্র মেঘলা আবহাওয়া। বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে।

বৃহস্পতিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাক্ষ্মী হয়েছেন কলকাতায়বাসী। জানা গিয়েছে, আগামী ৩৬ ঘন্টার ফের আবহাওয়ার বদলের কথা বলেছেন আবহাওয়া দফতর। সূত্রের খবর, এবার ব্যাপক পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। হবে বদবদল। শুক্রবার সকাল থেকে সর্বত্র মেঘলা আবহাওয়া। বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে। বৃষ্টি বন্ধ হলেও শুক্রবার সকাল থেকে সেই আমেজ সর্বত্র বর্তমান।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওযার পূর্বাভাস অনুসারে, এদিনের উত্তরবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সব বালরা বৃষ্টির কথা জানিয়েছিল। তবে, শুক্রবার একমাত্র দার্জিলিং জেসাকে বাদ দিয়ে আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল। তেমনই সূত্রের খবর, আগামী ২ দিন রাতের তাপমাত্রা দু ডিগ্রির মতো হ্রাস পাবে। তারপরের তিন দিনে সমতল এলাকায় তারমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার দিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। তেমনই জানানো হয়েছে আজ অর্থাৎ শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আগামী দুদিন রাতের তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতররের। আজ কলকাতা ও আশেপাশে একালার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিকেল কিংবা সন্ধ্যার দিকে হতে পারে বৃদ্ধি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ও ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে।

এদিকে প্রকাশ্যে এসেছে সারা দেশের আবহাওয়ার খবর। সূত্রের খবর, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, দিল্লিতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এমনকী পাহাড়ে হবে তুষারপাত। যার কারণে উত্তর ভারতে কমলা সতর্কতা জরি আছে। সব মিলিয়ে পরিবর্তন করতে চলেছে আবহাওয়া। রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

'সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক', বললেন সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দলের মহিলা সদস্য

সন্দেশখালির ঘটনার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, জাতীয় মহিলা কমিশন রাজ্য প্রশাসনেরও তীব্র নিন্দা করেছে