লোনের টাকা ঠিক সময়ে দিতে না পারায় তীব্র অমানবিকতা! চরম সিদ্ধান্ত যুবতীর!

লোনের টাকা দিতে দেরী হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে।

/ Updated: Nov 27 2024, 03:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লোনের টাকা দিতে দেরী হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে। সূত্রের খবর তাহেরপুর পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষী মাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র ২০ হাজার লোন নেন। সেই টাকা শোধ করতে গিয়ে একদিন দেরী হয়। এরপরই লোন সংস্থার তিন কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুই বার ওই মহিলার বাড়িতে এসে মহিলার যুবতী মেয়েকে হুমকি ও গালাগালি করে। ভয়ে ও অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী। লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার।