সংক্ষিপ্ত
মঙ্গলবার বড়সড় রহস্য ফাঁস করল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে চা চক্রে সামিল হয়েছিলেন তিনি। সেখানেই ফের একবার রাজ্যের শাসক দলকে নিশানা করেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ।
সম্প্রতি আদালতে পেশা করা ইডির লিখিত রিপোর্টে দাবি করা হয়েছে,জমি, ভেড়ি দখলের টাকা বেশ কয়েকজনের কাছে পাঠানো হয়েছে। সেই তালিকা ২-৩ মন্ত্রীরও নাম রয়েছে। সোমবার শাহজাহান শেখের মামলার শুনানি ছিল। এদিন অবশ্য সন্দেশখালির বেজাজ বাদশা শাহজাহান শেখ জামিনের আবেদন জানাননি। তবে ইডির আইনজীবী দাবি করেছেন, শাহজাহানকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাঁর দাবি শাহজাহান শেখ ও তাঁর অনুগামীরা সন্দেশখালিতে যত জমি অধিগ্রহণ করেছিল তার টাকা পেয়েছে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীও। সন্দেশখালি মামলাতেও ইডি প্রভাবশালী যোগ তৈরি করতে আঁটঘাঁট বেঁধেই নামছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
এই তথ্যের ওপর ভিত্তি করেই মঙ্গলবার বড়সড় রহস্য ফাঁস করল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে চা চক্রে সামিল হয়েছিলেন তিনি। সেখানেই ফের একবার রাজ্যের শাসক দলকে নিশানা করেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ।
এদিন দিলীপ বলেন, যারা আদতে সমাজবিরোধী, তাঁরা এখন নেতা হয়ে গিয়েছেন। সাধারণ মানুষ এই গুন্ডাদের পরাজিত করবে। জনগণের মধ্যে উৎসাহ এসেছে, আতঙ্ক কেটে যাবে। জনতা দমাদম ভোট দেবে আর ভোট হলেই এরা জেলে যাবে। দিলীপ আরও বলেন, শাহজাহানের মতো নেতাদের ওপরেই তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে, রাজ্য সরকার দাঁড়িয়ে রয়েছে। এই সকল স্তম্ভদের আদালত, সিবিআই, ইডি এবার ধরছে আর ভাঙছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিখারির দশা হবে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। এই প্রসঙ্গে দিলীপ বলেন, শুধু মন্ত্রী নয়, শাহজাহানদের টাকা কালীঘাট অবধি গিয়েছে।
২০১৬ এসএসসি প্যানেল প্যানেল বাতিল নিয়েও আজ সুর চড়াতে দেখা যায় মেদিনীপুরের বিদায়ী সাংসদকে। দিলীপ বলেন, প্রধানমন্ত্রী চাকরি বিলি করেন আর মুখ্যমন্ত্রী টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেন। এটা হচ্ছে তফাৎ। যারা চাকরির বিনিময়ে টাকা নিয়েছে, সিবিআই, ইডি তাঁদের পেট থেকে টাকা বের করবে বলেও দাবি করেন বিজেপি নেতা।
চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।