বড়সড় সাফল্য ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের, পাচারের আগেই গরু-সহ আটক তিন ব্যক্তি
একটি গাড়িতে ১৩ টি গরু ও ১০ টি বাছুর নিয়ে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । গোপন সূত্রে খবরের ভিত্তিতে গরু-সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ির ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ।
একটি গাড়িতে ১৩ টি গরু ও ১০ টি বাছুর নিয়ে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । গোপন সূত্রে খবরের ভিত্তিতে গরু-সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ির ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । ধৃতরা হলেন সুরুজ আলী, বাক্কার আলি,মইজুদ্দিন আলী । ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।