সংক্ষিপ্ত
বাড়িতে বসেই প্রতি মাসে রোজকার হবে ৫০ হাজার টাকা! ঝটপট বাড়িতে বসিয়ে নিন BSNL টাওয়ার
প্রতিমাসে অনায়াসে উপার্জন করতে পারবেন প্রায় ৫০ হাজার টাকা। শুধু বিএসএনএল টাওয়ার বসানোর জন্য ভাড়া দিতে হবে। ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা আনল এমনই পরিষেবা। জিও-র রিচার্জ বাড়ানোর জন্য অনেকেই নিজের নম্বর বিএসএনএল-এ পোর্ট করে নিয়েছেন।
তাই প্রচুর পরিমাণে টাওয়ার বসাতে চলেছে বিএসএনএল। এই টাওয়ার বসানোর পরিষেবা প্রদান করে তিনটি কোম্পানি GTL Infrastructure Limited, ATC Tower ও Indus Tower।
তবে অবশ্যই এতে কিছু শর্ত রয়েছে। যদি আপনার বাড়িতে ফাঁকা জায়গা থাকে ও সব শর্ত মিলে যায় তাহলে সহজেই ফোনের টাওয়ার বসানো যাবে।
আসুন জেনে নেওয়া যাক এই শর্তগুলি কী কী? ১) যে মোবাইল টাওয়ার বসাবেন তাঁর নামেই জমি নথিভুক্ত থাকতে হবে।
২) যে এলাকায় টাওয়ার বসাতে চান সেই এলাকায় একাধিক বিএসএনএল টাওয়ার থাকলে আবেদন খারিজ হয়ে যেতে পারে।
৩) এ ক্ষেত্রে গুগল ক্রোমে গিয়ে nperf com/ en গিয়ে নিজের এলাকায় নাম লিখে সার্চ করলে দেখা যাবে যে ওই এলাকায় কতগুলি BSNL- টাওয়ার রয়েছে।
৪)তবে টাওয়ার বসাতে চাইলে কোনও মূল্যের প্রয়োজন নেই। আপনার এলাকায় টাওয়ার না থাকলে বা নেটওয়ার্ক খারাপ থাকলে অথবা ৩ জি পরিষেবা রয়েছে তাই ৫ জি পরিষেবার টাওয়ার বসাতে চান, তাহলে নতুন বিএসএনএল টাওয়ারের জন্য আবেদন করতে পারবেন।