২৮ ঘড়া জল এবং দেড় মন দুধ দিয়ে, হুগলির মাহেশে মহাসমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব

রবিবার সকাল থেকেই হুগলির ঐতিহাসিক মাহেশের রথতলায় বসেছিল স্নান যাত্রার আসর । ২৮ ঘড়া জল এবং দেড় মন দুধ দিয়ে জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয় ।

/ Updated: Jun 04 2023, 07:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার সকাল থেকেই হুগলির ঐতিহাসিক মাহেশের রথতলায় বসেছিল স্নান যাত্রার আসর । ২৮ ঘড়া জল এবং দেড় মন দুধ দিয়ে জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানযাত্রা উৎসব দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। এখানে ৬২৭ বছর ধরে চলে আসছে মাহেশের রথযাত্রা। রথযাত্রার ১৬দিন আগে প্রথা মেনে হয় এই স্নানযাত্রা উৎসব। আগামীকাল থেকে জগন্নাথ দেবের মন্দির পনেরো দিনের জন্য বন্ধ থাকবে  ।