সংক্ষিপ্ত
Jhargram Bus Service: ঝাড়্গ্রাম তথা কলকাতাবাসীদের জন্য এবার সুখবর! কলকাতায় আসার জন্যে আর ট্রেনের অপেক্ষায় থাকতে হবে না ঝাড়গ্রামের বাসিন্দাদের। এবার এসি বাসে চেপেই কলকাতায় পৌঁছে যাবেন তারা। আবার কলকাতা থেকে যাঁরা ঝাড়গ্রাম ঘুরতে যাবেন বা অন্যান্য
Jhargram Bus Service: ঝাড়্গ্রাম তথা কলকাতাবাসীদের জন্য এবার সুখবর! কলকাতায় আসার জন্যে আর ট্রেনের অপেক্ষায় থাকতে হবে না ঝাড়গ্রামের বাসিন্দাদের। এবার এসি বাসে চেপেই কলকাতায় পৌঁছে যাবেন তারা। আবার কলকাতা থেকে যাঁরা ঝাড়গ্রাম ঘুরতে যাবেন বা অন্যান্য কাজে যাবেন, তাঁরাও এসি বাসে চেপে অনায়াসেই পৌঁছে যাবেন ঝাড়গ্রাম কোনও রকম ট্রেনের অপেক্ষা ছাড়াই।
আর ট্রেনের টিকিট বুকিংয়ের অপেক্ষায় হাপিত্যেশ করে থাকতে হবে না। এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ঝাড়গ্রাম থেকে কলকাতা পর্যন্ত দুটি এসি বাস পরিষেবা চালু করল। যারফলে কলকাতায় আসতে বা ঝাড়্গ্রাম যাওয়ার জন্য শুধুমাত্র ট্রেনের উপরে নির্ভর করে থাকতে হবে না আর কাউকে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে একটি এসি বাসের ট্রায়াল দেওয়া হয়েছে। এই বাস পরিষেবা ঝাড়গ্রাম থেকে সকাল সাড়ে ছ'টায় চালু হবে। যা মেদিনীপুর হয়ে কলকাতার ধর্মতলা পৌঁছবে। আর একটি বাস দুপুর ২টো ৪০ মিনিটে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি হয়ে কলকাতার গড়িয়া পৌঁছবে। তারা আরও জানিয়েছেন, এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে একদিকে যেমন সাধারণ মানুষ অন্যদিকে কলকাতার পর্যটক উভয়েরই বিশেষ সুবিধা হবে। তেমনই চিন্তা দূর হবে ঝাড়গ্রামের বাসিন্দাদেরও।
পরিবহণ সংস্থার ঝাড়গ্রাম ডিপোর ইনচার্জ এই প্রসঙ্গে জানিয়েছেন, সবসময় সঠিক সময়ে ট্রেন চলে না। যার ফলে ঝাড়গ্রাম থেকে কলকাতা যাওয়ার জন্য যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই তড়িঘড়ি কলকাতায় যাওয়ার জন্যে তেমন কোনও যানবাহন থাকে না।
তাই ট্রেনের পরেই বিকল্প রাস্তা হিসেবে বাসের উপরে নির্ভর করতে হয় যাত্রীদের। তাই প্রখর দাবদহ এবং পর্যটকদের কথা মাথায় রেখে দুটি এসি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে তা নির্দিষ্ট সময়ে চলবে। এছাড়াও দক্ষিণপূর্ব রেলের ঝাড়গ্রাম-হাওড়া শাখায় সময়মতো ট্রেন চলেনা। যার ফলে ঝাড়গ্রামের পর্যটন ব্যবসা বেশ ক্ষতির মুখে পড়ছে। তাই ঝাড়গ্রাম থেকে সকালে ও বিকেলে দুটি এসি বাস চালানোর সিদ্ধান্তে পর্যটকদের অনেক উপকৃত হবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।