North Bengal incident: সরকারি বাসে এই আগুন লাগার ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে ওই বাস থেকে কয়েকজন লাফিয়ে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের সামনের অংশটি পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Bus Fire: চলন্ত বাসে ধরে গেল আগুন। দাউ দাউ করে বাস আগুন জ্বলার ঘটনায় ভয়ে কাঁপতে থাকলেন প্রত্যক্ষদর্শীরা। উত্তরবঙ্গে ঘটে গেল এই হাড়হিম করা ঘটনা। সূত্রের খবর, উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের (fire)ঘটনা ঘটেছে। সোমবার সকালে ময়নাগুড়ি শহরের সুভাষনগর হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি সরকারি বাসে আচমকা আগুন ধরে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে নামেন। জানা যায়, বাসটি জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি (Moynaguri) শহরের সুভাষনগর হাইস্কুল সংলগ্ন এলাকায় বাসটিতে আগুন লাগে। বাস থেকে আচমকা ধোঁয়া বের হতে থাকে এবং এরপরই আগুন ধরে যায়। আতঙ্কে কয়েকজন যাত্রী অসুস্থ(Sick) হয়ে পড়েন।
উত্তরবঙ্গে সরকারি বাসে এই আগুন লাগার ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে ওই বাস থেকে কয়েকজন লাফিয়ে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের সামনের অংশটি পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদের দেখাদেখি তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন মহিলা যাত্রী আহত হয়েছেন বলে খবর মিলেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন।
আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। বাসের ইঞ্জিনের কোনও গোলযোগ থেকে এই আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখা দেখছেন আধিকারিকরা। পুলিশ ও দমকল বাহিনী (Fire Brigade) ঘটনার তদন্ত করছে।এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। চোখের সামনে ওই ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার দ্রুত তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা ।এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা। শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


