বালুরঘাটের খাদিমপুরে অনুষ্ঠিত হল 'দৌড়ানো কালি' পুজো, পুজো ঘিরে ভক্তদের উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করার মত

বাংলার কোণায় কোণায় রয়েছে লৌকিক সংস্কৃতি । তেমনই লৌকিক পুজো হল বালুরঘাট শহরের চামুণ্ডাতলার চামুণ্ডা পুজো । এলাকা জুড়ে মা দৌড়ানো কালী নামেই খ্যাত ।

/ Updated: May 11 2023, 07:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলার কোণায় কোণায় রয়েছে লৌকিক সংস্কৃতি । তেমনই লৌকিক পুজো হল বালুরঘাট শহরের চামুণ্ডাতলার চামুণ্ডা পুজো । এলাকা জুড়ে মা দৌড়ানো কালী নামেই খ্যাত । কঠিন ব্রত পালনের মধ্য দিয়ে ভক্তরা মায়ের আরাধনা করেন, অভিনব পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গনে।