সংক্ষিপ্ত

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চাকরিহারাদের একাংশ, রাজ্য সরকার, এসএসসি ও মধ্য শিক্ষাপর্যদ।

 

সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। তবে এদিন যোগ্য ও অযোগ্যদের নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়। এসএসসির করা মামলায় কমিশনের পাশাপাশি রাজ্য সরকারকেও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। কোর্ট সূত্রের খবর স্কুল সার্ভিশ কমিশন যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত। কিন্তু কী করে - সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চাকরিহারাদের একাংশ, রাজ্য সরকার, এসএসসি ও মধ্য শিক্ষাপর্যদ। হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের এসএসসির প্যানেল। চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। সোমবার আদালতে শুনানির সময় রাজ্যের কাছে শীর্ষ আদালতের প্রশ্ন ছিল, 'কীভাবে যোগ্য-অযোগ্যদের আলাদা করা হবে?' কারণ ওআরএম শিট ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের পক্ষ থেকে আদালতে সওয়াল করেম মুকুল রোহতাগি। তিনি বলেন, ১-২ বছর সংরক্ষণ করা হয়। তাই ওআরএম শিট ধ্বংস করা হয়েছে। রাজ্যের আইনজীবী জানিয়েছেন বিকল্প পথ রয়েছে। তবে রাজ্যের সওয়ালে মোটেও সন্তুষ্ট হয়নি বিচারপতি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল ২৫ হাজার চাকরি বাতিল। এই সংখ্যাটা অনেক বড়। যাইহোক, পাল্টা আদালতের সওয়াল, যোগ্য ও অযোগ্যদের যদি আলাদা করার ব্যবস্থা থাকে তাহলে হাইকোর্টে তা জানান হল না কেন? পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ- টেন্ডার ছাড়াই নাইসাকে বরাত দেওয়া হয়েছিল। মিরর ইমেজ ছাড়া কেন নষ্ট করা হয়েছিল ওআরএম শিট।

sex scandal: 'বাবা-ছেলে দুজনেই যৌন নির্যাতন করতেন', অভিযোগকারী মহিলার পাল্টা তোপ রেভান্নার

৮ হাজার নিয়োগ বেআইনি হয়েছে। তাহলে কেন ২৩ হাজারের চাকরি বাতিল করা হয়েছে। পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। তিনি বলেন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এমন অভিযোগ জানানোর পরেও কীভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা। কেন সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ তৈরি করা হয়েছে।

Amit Shah: উড়ানের পরই নিয়ন্ত্রণ হারাল অমিত শাহের হেলিকপ্টার, দেখুন সেই ভাইরাল ভিডিও

এদিন সুপ্রিম কোর্ট রাজ্যকে বলে, বিশাল দুর্নীতি। এই দুর্নীতির সুবিধে কারা পেয়েছে তাও রাজ্যের কাছ থেকে জানতে চায় সুপ্রিম কোর্ট। তবে আপাতত রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। 

কংগ্রেসের প্রার্থী 'হাইজ্যাক', মনোনয়ন প্রত্যাহার করেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গাড়িতে অক্ষয়