সংক্ষিপ্ত
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অমিত শাহরে হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও। তাতে দেখা যাচ্ছে উড়ানের সময়ই ডান দিকে হেলে যায় হেলিকপ্টার।
এবার দুর্ঘটনার কবলে অমিত শাহের হেলিকপ্টর। উড়ানের অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার। বিহারের বেগুসরাইয়ের ভোট প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই ঘটে এই বিপত্তি। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় অমিত শাহ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অমিত শাহরে হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও। তাতে দেখা যাচ্ছে উড়ানের সময়ই ডান দিকে হেলে যায় হেলিকপ্টার। ওড়ার পরেই মাটির কাছাকাছি এসে যায়। তারপর কিছুক্ষণ ঘুরপাক খেয়ে আবারও সোজা হয়ে উড়তে শুরু করে। তারপরই হেলিকপ্টার নিয়ন্ত্রণে আসে চালকের। তারপর সেটি উড়ে যায়। সূত্রের খবর নিরাপদে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন সেই ভাইরাল ভিডিও।
যদিও এই ভিডিওর সত্যতা এশিয়ানের নিউজ বাংলা যাচাই করে দেখিনি।
বিহারে নীতিশ কুমার ফিরে এসেছেন এনডিএ জোটে। জেডিইউর সঙ্গে জোটবেঁধে বিহারে ১৭টি আসনে লড়াই করছে বিজেপি। বিহারে লোকসভা ভোটে ৪০টি আসনে লড়াই হচ্ছে। বাকি আসনে লড়াই করছে জেডিইউ, চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতনরাম মাঝির হাম ও বাকি শরিকদলগুলি। প্রথম ও দ্বিতীয় দফায় বিহারের চারটি ও পাঁচটি আসনে ভোট হয়েছে। ভোটের হার ৫৮.৫৮ শতাংশ। বিহারের শাসক দলও বিজেপির জোট। সেই বাহিরেই এবার প্রচারে গিয়ে বিপত্তিতে পড়লেন অমিত শাহ।
অন্যদিকে অমিত শাহের একটি ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার অভিযোগ উঠেছে। যেখানই সংরক্ষণ বাতিলের কথা বলেছিলেন অমিত শাহ। ইতিমধ্যেই দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লির স্পেশাল সাইবার সেল এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে।
আরও পড়ুনঃ
কংগ্রেসের প্রার্থী 'হাইজ্যাক', মনোনয়ন প্রত্যাহার করেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গাড়িতে অক্ষয়
Amit Shah: মমতার হিম্মত নেই সিএএ আটকানোর, ভোট প্রচারে হুংকার অমিত শাহের