সংক্ষিপ্ত
Sukanta on Murshidabad News: ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে উত্তপ্ত বাংলা। তীব্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। জেলাজুড়ে এই অশান্তির আবহে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
Sukanta on Murshidabad News: ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে উত্তপ্ত বাংলা। তীব্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। জেলাজুড়ে এই অশান্তির আবহে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar News)। নিজের এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদের ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঘটনার জন্য দায়ি করেছেন রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC News)।
এক্স হ্যান্ডেলে কী লিখেছেন সুকান্ত মজুমদার? (Sukanta on Murshidabad News) :-
এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ''আমরা বারবার বলেছি, ধর্মান্ধ মৌলবাদী দানবদের এই হিংস্র তাণ্ডব কোনও নির্দিষ্ট আইনের বিরোধিতা করে নয়। পশ্চিমবঙ্গের নিরীহ বাঙালি হিন্দুদের উপর এই নারকীয় পৈশাচিকতা আদতে দীর্ঘ পরিকল্পনার ফসল! ইসলামী মৌলবাদীদের সন্ত্রাসের চূড়ান্ত বর্বরতায় একদিন যেভাবে ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ হিন্দুদের এপারে আসতে হয়েছিল উদ্বাস্তু হয়ে, আজকের মুর্শিদাবাদ তার আদর্শ প্রতিফলন।
ধুলিয়ানের হিন্দুপ্রধান গ্রামগুলিতে পানীয় জলে বিষক্রিয়া থেকে শুরু করে হিন্দুদের উপাসনালয় ধ্বংস করা, নির্বিচারে হিন্দুদের খুন, মহিলাদের সম্ভ্রম নষ্ট করা এগুলো কি আদৌ আন্দোলনের অংশ? ব্যর্থ মূখ্যমন্ত্রী তাঁর স্বপ্নের 'গ্রেটার বাংলাদেশ' বানানোর বরাত যাদের কাঁধে দিয়েছেন, তার শুরুটা আসলে মুর্শিদাবাদ থেকে হয়েছে। তৃণমূলের তোষণের সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হিন্দুরা এখনই জাগরিত এবং সংগঠিত না হলে আগামীদিনে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলার এই জঘন্য চক্রান্ত প্রতিরোধ করা সম্ভব হবে না।''
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল থেকে ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ে হিংসার আগুন। বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চের তরফে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। আদালত জানায়, আইন-শৃঙ্খলা, শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে সিএপিএফ কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্যের অন্যত্র যদি অশান্তি হয় সেখানেও বাহিনী মোতায়েন করতে হবে। বাহিনীকে রাজ্যকে সবরকম সহযোগিতা করতে হবে। কোথায় কত বাহিনী ও পুলিশ থাকবে তা দুই নোডাল অফিসার এডিজি আইন-শৃঙ্খলা ও এডিজি সিআইএসএফ যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ১৭ তারিখ পৃথকভাবে আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্য ও কেন্দ্রকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।