Sukanta Majumdar News: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কলকাতায় দাঁড়িয়ে বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। এবার এই ঘটনাকে হিন্দুদের অপমান বলে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জানুন আরও 

Sukanta Majumdar News: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কলকাতায় দাঁড়িয়ে বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। এবার এই ঘটনাকে হিন্দুদের অপমান বলে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিবাদে শনিবার হনুমান জয়ন্তীতে সকল রাজ্যবাসীকে নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগানোর আবেদন জানান তিনি।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়ো ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কলকাতার একটি জায়গায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বাস থেকে গেরুয়া পতাকা খোলা নিয়ে কী বলেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar New):- 

এই ঘটনাকে হিন্দুদের অপমান হিসেবে চিহ্নিত করে সুকান্ত মজুমদার বলেন, ''এটা শুধু গেরুয়া পতাকা নয়, হিন্দু সংস্কৃতির উপর আঘাত।'' প্রতিবাদস্বরূপ তিনি ঘোষণা করেছেন, আগামী শনিবার হনুমান জয়ন্তীতে রাজ্যের প্রতিটি মানুষ যেন নিজেদের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন করেন। বিজেপির রাজ্য সভাপতি আরও দাবি করেন, পুলিশের সামনে এই ধরনের আচরণ রাজ্যে ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। তিনি বলেন, ''যে ভাবে গেরুয়া পতাকা নামানো হয়েছে, তা শুধু দুঃখজনক নয়, নিন্দনীয়।''

Scroll to load tweet…

অন্যদিকে, পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে ভাইরাল হওয়া ভিডিয়োটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Asianet News Bangla

বিজেপি সূত্রে খবর, তাঁরা এই বিষয়ে রাজ্যজুড়ে প্রচার শুরু করবেন, এবং হনুমান জয়ন্তীকে সামনে রেখে গেরুয়া পতাকা লাগানোর আহ্বান আরও জোরালোভাবে তোলা হবে। শুধু তাই নয়, এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির (BJP News) আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি ওই বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ''গেরুয়া কেবল একটি রঙ নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ সহ অগণিত সাধু, যাঁরা মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা গর্বের সঙ্গে এই রঙ পরিধান করেন। আমাদের জাতীয় পতাকায় এটি সাহস ও ত্যাগের প্রতীক।''

Scroll to load tweet…

অন্যদিকে, বিষয়য়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''আমার এমন মানুষ পছন্দ যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়ার পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।