ইসরোতে চাকরির ডাক পেল গোবরডাঙার সুমন সিকদার, খুশির হওয়া এলাকাজুড়ে

রাজ্য থেকে ইসরোতে চাকরির জন্য ডাক পেয়েছে ৬ জন, তাদের মধ্যে একজন গোবরডাঙার সুমন সিকদার । সে রওনা হচ্ছেন শ্রীহরি কোটার উদ্দেশ্যে ।

/ Updated: Feb 17 2023, 08:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্য থেকে ইসরোতে চাকরির জন্য ডাক পেয়েছে ৬ জন, তাদের মধ্যে একজন গোবরডাঙার সুমন সিকদার  । সে রওনা হচ্ছেন শ্রীহরি কোটার উদ্দেশ্যে । ২০১৯ সালে নভেম্বর মাসে ইসরোর টেকনিক্যাল বিভাগে চাকরি ফর্ম ছাড়া হয় | করোনার জন্য পরীক্ষা হয় ২০২২ সালে | সম্প্রতি হাতে এসে পড়ল ইসরোর তরফে পাঠানো কাজের নিয়োগ পত্র | ইসরোর মতো জায়গায় চাকরির সুযোগ হওয়ায় খুশি সুমন ও তাঁর পরিবার