- Home
- West Bengal
- West Bengal News
- গরমের ছুটির মধ্যে চলবে অনলাইন ক্লাস? বড় সিদ্ধান্ত শিক্ষা সংসদের! নবান্ন দিলো আপডেট
গরমের ছুটির মধ্যে চলবে অনলাইন ক্লাস? বড় সিদ্ধান্ত শিক্ষা সংসদের! নবান্ন দিলো আপডেট
কাঠফাটা গরমে স্কুলগুলিতে অবশেষে শুরু হল গরমের ছুটি। তবে গতবছরের মত এবছরেও আগেভাগেই দেওয়া হয় ছুটির খবর। এবার মিলল নয়া আপডেট। গরমের ছুটির মধ্যে পড়ুয়াদের অনলাইন ক্লাস করতে হবে? জেনে নিন বিস্তারিত।

আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে শুরু হল গরমের ছুটি।
চলতি মাসের শুরুর দিকে গরমের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে পড়ুয়াদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে গরমের ছুটি ঘোষণা করেছিলেন।
যদিও পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে গরমের ছুটি শুরুর দিন ঘোষণা করা হলেও কবে শেষ তা স্পষ্ট করা হয়নি।
অর্থাৎ বলা যায় চলতি বছর রাজ্য সরকার অনির্দিষ্টকালের জন্যই গরমের ছুটি দিয়েছে। কিন্তু এই আবহে বেজায় সমস্যায় পড়েছেন উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়ারা।
কারণ আগামী সেপ্টেম্বর মাস থেকেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার (WBCHSE 3rd Semester) শুরু হবে।
তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার মিলিয়ে পরের বছরের উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। সিলেবাস শেষ করার জন্য হাতে সময় যদিও বা খুব কম।
তার উপর আজ থেকেই আবার শুরু হচ্ছে ছুটি। তাই সেক্ষেত্রে এই সমস্যা মেটাতে বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
দ্বাদশে অনলাইন ক্লাসের নির্দেশিকা
জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা প্রস্তুতিতে যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এদিকে হঠকারিতায় এত তাড়াতাড়ি গরমের ছুটি চালু করা নিয়ে প্রতিবারের মত এবারেও শুরু হয়েছে নানা বিতর্ক। শুধু তাই নয় অনলাইন ক্লাস নিয়েও শিক্ষক মহলের একাংশ নানা মত প্রেরণ করেছে।

