স্থায়ী বিএলসি-র দাবিতে উতপ্ত সুন্দরবনের মৎস্যজীবীরা! চলল ব্যাঘ্র প্রকল্পের দফতরে তালা বিক্ষোভ

বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরে বিক্ষোভ দেখালেন একদল মৎস্যজীবীরা। অফিসের গেটে তালা মেরে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। সুন্দরবনের জঙ্গল, নদী, খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার স্থায়ী বিএলসি বা অনুমতি পত্র দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা।

/ Updated: Sep 26 2024, 07:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরে বিক্ষোভ দেখালেন একদল মৎস্যজীবীরা। অফিসের গেটে তালা মেরে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। সুন্দরবনের জঙ্গল, নদী, খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার স্থায়ী বিএলসি বা অনুমতি পত্র দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের দাবি, সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরার উপর নানাধরনের নিষেধাজ্ঞা জারি করছে বন দফতর। অভিযোগ মৎস্যজীবীদের কেড়ে নেওয়া হচ্ছে জাল ও নৌকা। স্থায়ী বিএলসির বদলে অস্থায়ী বা প্রভেশানাল বিএলসি প্রদান করা হচ্ছে। কিন্তু মৎস্যজীবীদের দাবি তাঁদের স্থায়ী বিএলসি চাই। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ।