ছেলেধরা কাণ্ডে উত্তাল বারাসাত, সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো পুলিশ সুপার
গতকাল থেকে ছেলেধরা কাণ্ডে উত্তাল বারাসাতের শ্রীনগর এলাকায় । এদিন সকাল থেকে বারাসাত পুলিশ সুপার মানুষকে সচেতন করতে পথে নামে।
গতকাল থেকে ছেলেধরা কাণ্ডে উত্তাল বারাসাতের শ্রীনগর এলাকায় । এদিন সকাল থেকে বারাসাত পুলিশ সুপার মানুষকে সচেতন করতে পথে নামে। এক বেসরকারী স্কুলের সামনে সাধারণ অভিভাবকদের সঙ্গে তিনি কথা বলেন। আতঙ্কে সাধারণ অভিভাবক বা যাতে কোন ভুল সিদ্ধান্ত না নেন তাঁর জন্যই এই ব্যবস্থা জানান পুলিশ সুপার।