সংক্ষিপ্ত

'দ্যা কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন তিনি।

 

'দ্যা কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মমাত বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, 'আপনার কাজ হলে পুলিশ পরিচালনা করা। নীতি পুলিশের কাজ করা নয়। কিন্তু নীতি পুলিশের কাজের জন্যই আপনি দায়ী।' শুভেন্দু অভিযোগ করে বলেন, রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলাতে মমতা নিয়মিত ব্যার্থ হচ্ছেন। শুভেন্দু মমতাকে নিজের কাজের দিকে নজর দিতেও বলেন। পাশাপাশি তিনি জানান এই রাজ্যে মানুষকেই সিদ্ধান্ত নিতে দিন, তারা কী গ্রহণ করবেন আর প্রত্যাখ্যান করবেন। তিনি বলেন পশ্চিমবঙ্গের মহান মানুষরা অত্যান্ত সহনশীল তাদের আলাদাভাবে চিহ্নিত করা ঠিক নয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়কে তিনি যে স্বাগত জানিয়েছেন তাও জানিয়ে দেন শুভেন্দু অধিকরারী।

রাজ্যে 'দ্যা কেরালা স্টোরি' প্রদর্শনে নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার রাজ্যের সর্বত্র যে কোনও সিনেমা হলেই দেখা যাবে বিতর্কিত 'দ্যা কেরালা স্টোরি'। এদিন রাজ্য সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে নেবে। তৃণমূল কংগ্রেসও জানিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানবে। কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকেই রাজ্য সরকার ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যাইহোক , ছবিটি হলে প্রেক্ষাগৃহে উত্তেজনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেছিল রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলেন, রাজ্য সরকার আদালতের আদেশ মেনে চলবে। তবে এতে রাজ্য সরকারের হার বা জিত হয়েছে -এই ভাবে বিরোধীদের এই বিষয়টি দেখা উচিৎ নয়। কারণ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে দলের নেতা তথা জাতীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সুপ্রিম কোর্ট যখন আদেশ দিয়েছে তখন এই ছবি হলে প্রদর্শিত হবে। কিন্তু ছবিটি স্ক্রিনিংএর সময় সমস্যা হয় তবে বিরোধীদের আমাদের দোষ দেওয়া উচিৎ নয়।'

বিজেপি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, বলেছেন রাজ্য সরকার ছবিটি নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কাছে বার্তা পাঠাতে তৃণমূল কংগ্রেস এই ছবিটি নিষিদ্ধ করেছিল। তৃণমূল কংগ্রেস রাজ্য উত্তেজনা তৈরি করতে চাইছে। বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, এবার তৃণমূলের উচিৎ সুপ্রিম কোর্টের রায় থেকে শিক্ষা নেওয়া। সংখ্যালঘু ভোটব্য়াঙ্কের কথা মাথায় রেখেই ছবি প্রদর্শন বন্ধ করেছিল তৃণমূল সরকার। অভিযোগ করেন রুদ্রনীল।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ, ৩২ হাজার হিন্দু ও খ্রিস্টান মহিলাকে ধর্মান্তরিত করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে ছবিতে তা সরিয়ে দিতে প্রযোজনকে নির্দেশ দিয়েছেন। আগামী ২০ মে বিকেল ৫টার মধ্যে এই কথা সিনেমা থেকে সরিয়ে দিতে হবে বলেও নির্দেশ দেওযা হয়েছে।

আরও পড়ুনঃ

'সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা রয়েছে', কলকাতা হাইকোর্টের রায়ের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

'আমাদের দোষ দেওয়া যাবে না', The Kerala Story নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে বলল তৃণমূল কংগ্রেস

Rain Update: সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে স্বস্তি কলকাতা ও শহরতলীর, সঙ্গে ঝোড়ো হাওয়া