Suvendu Adhikari : 'মমতার মাথার তার কেটে গেছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সপ্তম দফার শেষ দিনের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি জানান 'মমতার মাথার তার কেটে গেছে তাই ভুলভাল বকছেন'।

/ Updated: May 30 2024, 11:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সপ্তম দফার শেষ দিনের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি জানান 'মমতার মাথার তার কেটে গেছে তাই ভুলভাল বকছেন'। 'কলকাতায় মোদীর রোড শো দেখে এই অবস্থা' জানান শুভেন্দু। আরও জানান 'মাথা এত খারাপ ডায়মন্ড হারবারে এক নম্বরে ভোট দিতে বললেন, এক নম্বরে তো বিজেপি প্রার্থী' । দেখুন আর কী বললেন শুভেন্দু অধিকারী।