গত বৃহস্পতিবার কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুর কোর্টে তিনি এই মামলা করেছেন। তাঁর হয়ে আইনজীবী চিরঞ্জিত পাল মামলাটি করেন। শুভেন্দু জানিয়েছেন, মানহানি মামলায় জিতলে এই ১০০ কোটি টাকা দিয়ে তিনি দান-ধ্যান করবেন। কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যায় বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠান শুভেন্দু। যদিও সেই নোটিশের কোনও জবাব না পাওয়া যাওয়াতে মামলা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুক্রবার তিনি মানহানির মামলা করেছেন আলিপুর কোর্টে।
গত বৃহস্পতিবার কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। এই তল্লাশির মাধ্যমে তৃণমূলের ভোটের পরিকল্পনা, প্রার্থী তালিকা-সহ নানা নথি চুরির দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনও ইডির তল্লাশির প্রতিবাদে কলকাতায় পদযাত্রা করেন মমতা। সেই দিনও ইডি এবং বিজেপিকে নিশানা করেন তিনি। হাজরা মোড়ে ভাষণ দিতে গিয়ে তিনি পাল্টা কয়লা কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে দেন। কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে যায় অমিত শাহের কাছে, এই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।
এরপর মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত মানহানির নোটিশ পাঠান শুভেন্দু। আইনি নোটিশে দাবি করা হয়, কোনও এক কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুক্ত রয়েছেন বলে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। বলা হয় যে এই বিষয়ক প্রামাণ্য নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ওই ধরনের মন্তব্যের জন্য শুভেন্দুর ভাবমূর্তি এবং সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিরোধী দলনেতার আইনজীবী। মুখ্যমন্ত্রীর কাছে কী প্রমাণ্য নথি রয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে শুভেন্দুর কাছে দেওয়ার জন্য বলা হয় আইনি নোটিশে।
সময়সীমা শেষ হওয়ার পরে শুভেন্দু জানান যে ওই নোটিশের কোনও জবাব মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাননি। এ অবস্থায় পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এগোবেন তিনি। কথামতো শুক্রবার আলিপুর কোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন। এক্স পোস্টে বিরোধী দলনেতা লেখেন, 'শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয় ও মানুষকে বিভ্রান্ত করেন। একটি কথিত কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ সংক্রান্ত মানহানির নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা আপনাকে পরিস্থিতি সামলাতে সাহায্য করবে না। আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার যে কথা আমি দিয়েছিলাম, তা আমি রেখেছি এবং আজ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। অনুগ্রহ করে আপনার বিজ্ঞ আইনজীবীদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন, অন্যথায় আপনাকে শীঘ্রই আমাকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, যা আমি দাতব্যে দান করব।'


