সিপিএম-এর ভূয়সী প্রশংসা শুভেন্দুর মুখে, 'বামপন্থী হিন্দু ভোটেই আমি জিতেছি' অকপটে স্বীকার শুভেন্দুর

সিপিএম-এর ভূয়সী প্রশংসা শুভেন্দুর মুখে। তিনি খেটেছিলেন আর তাঁর পরিশ্রমের ফল আজ 'পিসি-ভাইপো' খাচ্ছেন বলে আক্রমণ তৃনমূলকে। এরপরেই শুভেন্দু বলেন, 'এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল।

 

/ Updated: Jan 07 2023, 06:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সিপিএম-এর ভূয়সী প্রশংসা শুভেন্দুর মুখে। তিনি খেটেছিলেন আর তাঁর পরিশ্রমের ফল আজ 'পিসি-ভাইপো' খাচ্ছেন বলে আক্রমণ তৃনমূলকে। এরপরেই শুভেন্দু বলেন, 'এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ শেঠরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।