'কেষ্ট পার্থ চুনোপুঁটি, আসল চোর তো পিসি ভাইপো'- বাগদায় ভোট প্রচারে এসে বিস্ফোরক শুভেন্দু

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাগদার ভাবানীপুরে নির্বাচনী সভা শুভেন্দু অধিকারীর । সভা মঞ্চ থেকে একযোগে তৃণমূল, কংগ্রেস ও সিপিএমকে বিঁধলেন শুভেন্দু । 'কেষ্ট পার্থ চুনোপুঁটি, আসল চোরতো পিসি ভাইপো' বলে কটাক্ষ করলেন তিনি ।

/ Updated: Jul 01 2023, 11:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাগদার ভাবানীপুরে নির্বাচনী সভা শুভেন্দু অধিকারীর । সভা মঞ্চ থেকে একযোগে তৃণমূল, কংগ্রেস ও সিপিএমকে বিঁধলেন শুভেন্দু । 'কেষ্ট পার্থ চুনোপুঁটি, আসল চোরতো পিসি ভাইপো' বলে কটাক্ষ করলেন তিনি ।  পাশাপাশি তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি হবে ।  'মতুয়া ঠাকুরবাড়ির অপমান করেছেন অভিষেক' -শুভেন্দু  ।