'কর্মীদের বেতনই দিতে পারবে না ভিখারি সরকার' রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর

পানিহাটি স্বদেশী মোড়ে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন । তিনি বললেন 'কর্মীদের বেতনই দিতে পারবে না ভিখারি সরকার' ।

/ Updated: Oct 31 2022, 01:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


দুর্গাপুজো, কালীপুজোর পর এবার বাংলায় ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠান | আর সেই উৎসবের সূচনায় রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | পানিহাটি স্বদেশী মোড়ে ছট পুজো ইউথ ফোরামের ছট পুজো উদ্বোধন করলেন তিনি | এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা | তিনি বললেন ‘রাজ্য সরকার পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে’ । ‘ডিয়ার লটারি আর মদ বেচা ছাড়া পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, কর্মীদের বেতনই দিতে পারবে না ভিখারি সরকার’ এর পাশাপাশি বাংলার একাধিক জায়গায় বোমাবাজির জেরে শিশুদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা নিয়ে বিজেপি নেতার বক্তব্য, 'বুড়িমার বোম নিষিদ্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসিমার বোম ফাটছে।'