সংক্ষিপ্ত
তৃণমূলকে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক রাজনৈতিক দল’ বলে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া উচিত বলে উল্লেখ করেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা।
‘জাতীয় দলের স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে তৃণমূল’, এই মর্মে এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ত্রিপুরা এবং মেঘালয়ে ভোটে লড়েছে বাংলার শাসকদল। ত্রিপুরায় একটি আসনেও খাতা খুলতে পারেনি জোড়াফুল শিবির। তবে প্রথম বার মেঘালয়ে লড়ে ৫টি আসনে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দুই রাজ্যে তৃণমূলের ফল তুলে ধরে তাদের জাতীয় দলের তকমা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু।
কোনও রাজনৈতিক দলকে জাতীয় দল হতে গেলে যতগুলি শর্ত পূরণ করতে হয়, তৃণমূল সেগুলিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। এই কারণে তৃণমূলের কাছ থেকে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার দাবি জানালেন তিনি। বৃহস্পতিবার এই মর্মে টুইট করেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্যের বিরোধিতা করে বাংলার শাসকদলের বক্তব্য, ‘ব্যক্তিগত আক্রোশ থেকেই বিরোধী দলনেতা এ সব বলছেন। তাঁর কথার কোনও যুক্তি নেই।’
টুইটারে জাতীয় দল হওয়ার নিয়মাবলী তুলে ধরে শুভেন্দুর দাবি, লোকসভার মোট আসনের ২ শতাংশ দখলে থাকলে জাতীয় দলের স্বীকৃতি মেলে। সেই আসনগুলি ছড়িয়ে থাকতে হবে অন্তত ৩ রাজ্যে। এই যুক্তি অনুসারে, লোকসভায় তৃণমূলের সাংসদরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের। অন্য কোনও রাজ্যের নন। ফলে এই শর্তটি পূরণ হচ্ছে না। জাতীয় দলের স্বীকৃতি ধরে রাখতে গেলে ৪ বা তার বেশি রাজ্যে লোকসভা বা বিধানসভা নির্বাচনে কোনও দলের প্রার্থীদের অন্তত ৬ শতাংশ ভোট পেতে হবে। অন্যদিকে, অন্তত ৪টি রাজ্যে আঞ্চলিক দলের স্বীকৃতিও পেতে হবে। এ ক্ষেত্রে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ে তৃণমূলের বিধায়ক রয়েছে। এই নিয়ম অনুযায়ীও তৃণমূল শর্ত পূরণ করতে পারেনি বলে দাবি করেছেন শুভেন্দু।
জাতীয় দলের মর্যাদা কেন প্রত্যাহার করা হবে না, তার কারণ দর্শাতে অতীতে তৃণমূলকে নোটিস দিয়েছিল কমিশন। জবাবি চিঠিতে তৃণমূলের তরফে জানানো হয়েছিল, তারা জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল ২০১৪ সালের লোকসভা ভোটের পরে। কমিশনেরই পুরনো নিয়ম অনুযায়ী, ওই স্বীকৃতি আবার পর্যালোচনায় আসতে পারে ২০২৪ সালে। টুইটারে এই প্রসঙ্গও উল্লেখ করেছেন শুভেন্দু। তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল বলেও কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুন-
রঙের সঙ্গেও জুড়ে থাকে রাশির শুভ যোগ, দোল পূর্ণিমার আগে জেনে নিন আপনার পক্ষে কোন রং শুভ
Earthquake News: মার্চের শুরুতেই ভূমিকম্প একেবারে বাংলার দোরগোড়ায়, শুক্রবার ভোর হতেই কেঁপে উঠল ওড়িশার মাটি