তামিলনাড়ুর লাল কলা পরিক্ষামূলক ভাবে চাষ করে সফল বারাসতের চাষিরা, এই কলায় রয়েছে প্রচুর পরিমানে আয়রন
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতেই মূলত বেশি চাষ হয় লাল কলা | দেশের মধ্যে তামিলনাড়ুতে লাল কলা চাষ করে সাফল্য পেয়েছে , এবার এই কলা চাষ করে সাফল্য পেল বারাসতের চাষিরা |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতেই মূলত বেশি চাষ হয় লাল কলা | দেশের মধ্যে তামিলনাড়ুতে লাল কলা চাষ করে সাফল্য পেয়েছে | এবার এই কলা চাষ করে সাফল্য পেল বারাসতের চাষিরা | ছোট জাগুলিয়ার আছেমা বিবির জমিতে এই চাষের পরিকল্পনা নেওয়া হয় ১০-১১ মাস আগে | কীটনাশক থেকে যাবতীয় সরঞ্জাম পঞ্চায়েত বহন করে | ১০০টি মত কলা গাছের চারা বসানো হয় জমিতে এবং প্রতিটি গাছেই কলা হয় | এই কলা চাষ করে সফল বারাসতের ছোট জাগুলিয়া পঞ্চায়েত | মানরেগা প্রকল্প থেকে এই কলার চাষ করা হচ্ছে বলে জানান বিডিও