Kolkata Burrabazar Fire: কলকাতার বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Kolkata Burrabazar Fire: কলকাতার বড়বাজারে ভয়াবহ আগুন। বড়বাজারে মেছুয়ার ফলপট্টির এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন।
এরমধ্যে পাসোয়ান নামে একজন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে নিচে ঝাঁপ দেন। পরে তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রবল ধোঁয়ার জেরে কার্যত হোটেলটি গ্যাসচেম্বারে পরিণত হয়েছে। দমকলের বহু কর্মীই আগুন নেভানোর জ্য ঢুকতে পারছিলেন না। পরে তাঁরা মই দিয়ে চার ও পাঁচ তলার ঘরের জানালা ভেঙে সেখান থেকে হোটেলের ভিতরে প্রবেশ করেন। হোটেলে যারা আটকে ছিলেন তাঁদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে খবর। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আগুন লাগার পরে বেশ কয়েকজন হোটেলের কার্নিশে চলে আসেন। পরে দমকল এসে তাঁদের নামায়। বহু ভিনরাজ্যের বাসিন্দাও ছিলেন এই হোটেলে। প্রায় ৪৭টি ঘর ছিল এই হোটেলে বলে জানা গিয়েছে। প্রতিটা ঘরেই লোকজন ছিল। তবে ধঁয়ার কারণেই প্রথমে দমকলের লোকের ঘরে ঢুকতে অসুবিধা হয়।
জানা গিয়েছে মঙ্গলবার সাড়ে ৭টা নাগাদ মধ্য কলকাতার মেছুয়া ফলপট্টির এই হোটেলে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে যায় দমকলের ১০ ইঞ্জিন। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো যায়। চলছে উদ্ধারকাজ।
যে রাস্তায় আগুন লেগেছে সেটি হল সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী। এই রাস্তাটি তুলনামূলক ভাবে বেশ অনেকটাই ঘিঞ্জি। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনাস্থলে ভোর ৩টে পর্যন্ত উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ বর্মা এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।


