হাড়োয়ায় উদ্বোধন হল ১৮ তম লালন মেলা, উপস্থিত দুই বাংলার বহু বাউল শিল্পী

বিশ্ব লালন একাডেমী বাংলাদেশের কুষ্টিয়ার সদস্য সেলিম হককে সংবর্ধনার মধ্য দিয়ে হাড়োয়ায় শুরু হল ১৮ তম লালন মেলা । এই মেলায় অংশ নিয়েছে দুই বাংলার বহু বাউল শিল্পীরা ।

/ Updated: Jan 28 2023, 05:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্ব লালন একাডেমী বাংলাদেশের কুষ্টিয়ার সদস্য সেলিম হককে সংবর্ধনার মধ্য দিয়ে হাড়োয়ায় শুরু হল ১৮ তম লালন মেলা । এই মেলায় অংশ নিয়েছে  দুই বাংলার বহু বাউল শিল্পীরা । বাউল গান ছাড়াও কাঠের তৈরি শিল্পকলা শোভা পায় এই মেলায় । মেলার উদ্যোক্তা নুরুল ইসলাম, হাড়োয়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সিরাজ গাজী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাস, হাড়োয়া পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ সুশান্ত বিশ্বাস, হাড়োয়া ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি শেখ হাফিজ আহমেদ, হাড়োয়া ব্লকের ভূমি ও স্থায়ী কার্যকরী সভাপতি অরুন দাস, শিশু বিকাশ দপ্তরের আধিকারিক সুজয় ব্যানার্জি, হাড়োয়া ইসকন মঠের মহারাজ  শ্রী বৈষ্ণবচন্দ্র চরণ দাস সহ বিশিষ্ট জনেরা। আশেপাশের সব সম্প্রদায়ের মানুষ এই মেলায় ভিড় জমায় |