লক্ষ্য বঙ্গ সংস্কৃতির প্রচার, পয়লা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা
পয়লা বৈশাখ সকালে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর পর্যন্ত হল মঙ্গল শোভাযাত্রা। ম্যাসকট হিসেবে ছিল পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রধান প্রাণী মেছো বিড়াল।
পয়লা বৈশাখ সকালে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর পর্যন্ত হল মঙ্গল শোভাযাত্রা। ম্যাসকট হিসেবে ছিল পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রধান প্রাণী মেছো বিড়াল। ছিল বাউল, বুলবুলি পাখি, নৌকা, দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত কুশ্মাণ্ডির মুখোশ। মুর্শিদাবাদ থেকে যোগ দেয় জারি গানের দল। বীরভূম থেকে ছিল হাপু ও বোলান গানের দল। মঙ্গল শোভাযাত্রায় ছিলেন পবিত্র সরকার। অসংখ্য মানুষ পা মেলান। শোভাযাত্রার সূচনা করেন গ্রামীণ মাটির বেহালা বাদক রহমত। এই শোভাযাত্রার মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়।
Read more Articles on